
সিনিয়র প্রতিবেদক:আসন্ন রমজানে নিত্যপণ্যের কৃত্রিম সঙ্কট সৃষ্টি হবে না বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ। এবার চাহিদার চেয়ে ভোগ্য পণ্যের মজুদ অনেক বেশি দাবি করে তোফায়েল বলেন,রমজানে কোনোভাবেই পণ্যের দাম বাড়বে না। রোববার সচিবালয়ে এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী।
রোববার সচিবালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল আয়োজিত আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেন,এবার রমজান উপলক্ষে দেশে ভোগ্য পণ্যের যে পরিমাণ চাহিদা,তার চেয়ে মজুদ অনেক বেশি।এরফলে কোনোভাবেই পণ্যের দাম বৃদ্ধির সুযোগ নেই বলে দাবি করেন বাণিজ্যমন্ত্রী।
তোফায়েল জানান, এবার ভোজ্যতেল, চিনি, মশুর ডাল, ছোলা, খেজুর, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ ও মসলার যে পরিমাণ চাহিদা, তার চেয়ে মজুদ রয়েছে দিগুণেরও বেশি। ফলে আসছে রমজানে বিগত যেকোনো সময়ের চেয়ে ভোগ্য পণ্যের দাম কম থাকবে।
বাণিজ্যমন্ত্রী বলেন,পর্যাপ্ত মজুদ থাকায় রমজানে নিত্যপণ্যের কোনো ধরনের সঙ্কটও সৃষ্টি হবে না।এসয়ম রোজাদারদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান,তোফায়েল আহমদ।
পুরো রমজান মাস জুড়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিয়মিতভাবে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের মাধ্যমে বাজার তদারক করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
বাংলারিপোর্ট ডটকম/এমএমএইচ