
সিনিয়র প্রতিবেদক: ২০২১ সাল নাগাদ আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষমাত্রা নিয়ে কাজ করছে সরকার। বিপিও শিল্পকে তরুন প্রজন্মের কাছে জনপ্রিয় করতে পারলে শুধু ৫ বিলিয়ন নয়, এ খাতে বাংলাদেশের আয় দ্বিগুন কিংবা তিনগুন করার সুযোগ রয়েছে। সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বিপিও সামিট ২০১৮ উপলক্ষে আয়োজিত “চতুর্থ শিল্প বিপ্লব: বিজনেস প্রসেস আউটসোর্সিং এর চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনারে এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতের অবস্থানকে তুলে ধরার লক্ষ্যে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তৃতীয় বারের মতো আয়োজন করা হয়েছে দুই দিনের এ সামিট।
বিপিও খাতে ৫০০ বিলিয়ন ডলারের বাজার রয়েছে বলে মনে করা হয়।দেশ এখন আইসিটি খাত থেকে ১৮০ মিলিয়ন ডলার আয় করছে। এই শিল্প তরুন প্রজন্মের কাছে এই শিল্পকে জনপ্রিয় করতে পারলে এ খাত থেকে আরো ১৫ বিলিয়ন ডলার আয় করা সম্ভব বলে জানালেন,শিল্পমন্ত্রী।
তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের জন্য বিপিও শিল্পকে চ্যালেঞ্জের মুখোমুখি করছে।এ চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকেই কার্যকর উদ্যোগ নেয়ার কথা বলেন মন্ত্রী।
বাংলাদেশে ১৬ থেকে ৩৫ বছর বয়সী মানুষের সংখ্যা প্রায় ১১কোটি। এটি আমাদের জন্য একটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ট। আইসিটি খাতে এর উপযুক্ত ব্যবহার করে নির্ধারিত সময়ের আগেই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও ধনী রাষ্ট্রে পরিণত হওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বাংলারিপোর্ট ডটকম/এমএমএইচ