
সিনিয়র প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলন ঘিরে আরেকটি আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি হতাশায় ডুবে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া স্বাধীনতা বিরোধী মেধাবীদের চাকরি দিলে তারা দেশকে ধংস করে দিবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এসব মন্তব্য করেন।
রোববার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ধর্মবিষয়ক উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আলোচনা শেষে তিনি সাংবাদিকদের বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিএনপি নতুন স্বপ্ন দেখেছিল কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণায় তাদের স্বপ্ন ব্যর্থ হয়েছে । এ ছাড়া আন্দোলনে ব্যর্থ হয়ে তারা হতাশায় ডুবে আছে বলেও মন্তব্য করেন তিনি।
এ দিকে ৬ দফা দাবী আদায়ে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণজমায়েত করে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম পরিষদ। এ সময় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনে হামলাকারীদের গ্রেপ্তার ও কোটা নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
এ সময় সরকারী চাকরিতে স্বাধীনতা বিরোধী ও তাদের সন্তানদের নিয়োগ বন্ধ করতে হবে হলেও পরামর্শ দেন বক্তারা।
বাংলারিপোর্ট ডটকম/এমএমএইচ