
বাংলা রিপোর্ট ক্রীড়া ডেস্ক :
ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ এই তারকা ফুটবল বিশ্বের এক পরিচিত নাম। রিয়াল মাদ্রিদের হয়ে বর্তমানে ক্লাব ফুটবলের পাশাপাশি মাতাচ্ছেন আন্তর্জাতিন ফুটবলও। এবার ছোটবেলা থেকে রোনালদোর মতই তার সন্তানও গোলের রেকর্ড করে জিতে নিলেন প্রথম ট্রফি।
সাত বছর বয়স মাত্র! ইতোমধ্যেই স্কুলের দলের সর্বোচ্চ গোলদাতা হয়ে জিতে নিলেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। রোনালদোর মতই দক্ষ এবং প্রতিভাবান ফুটবলার হয়ে উঠেছেন জুনিয়র। বাবার মতই গোলের পর গোল করে সবাইকে এখনই চমকে দেওয়া শুরু করেছেন তিনি। গত শনিবার তার হাতে একটি ছোট্ট ট্রফি এবং মেডেল তুলে দিলেন স্কুল কর্তৃপক্ষ। দাদি ডলার্স অ্যাভেরিওর সঙ্গে একটি ছবিও তুলেন তিনি।
ছেলের এমন কীর্তিতে যারপরানই উচ্ছ্বসিত শীর্ষ পাঁচ ইউরোপিয়ান লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরো চ্যাম্পিয়নশীপ এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ গোলদাতা বাবা ক্রিস্টিয়ানো। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের আইডিতে ছেলের প্রশংসা করে বলেন, ‘ক্রিশ্চিয়ানো স্কুলের সর্বোচ্চ গোলদাতা। অভিনন্দন আমার ছেলে!’
বাংলা রিপোর্ট ডটকম/এনএফ