
সিনিয়র প্রতিবেদক: জনগণ এখন নির্বাচনমুখী, তাই আন্দোলনের ভয় দেখিয়ে বিএনপির লাভ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে, সকল অপশক্তির বিরুদ্ধে বাঙ্গালী এবং আওয়ামী লীগ জয়ী হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডঃ হাছান মাহমুদ।
সোমবার বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, দেশের মানুষ এখন পুরোপুরি নির্বাচনী আমেজে আছে। তাই বিএনপির আন্দোলন করে কোন লাভ হবে না। কোটা সংস্কার আন্দোলনে বিএনপি সরকার পতনের যে স্বপ্ন দেখেছিলো তাও ভেঙ্গে গেছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডঃ হাছান মাহমুদ বলেন, সংস্কৃতি চর্চায় যারা ধর্মকে টেনে আনে তারা দেশকে বিভক্ত করতে চায়। পহেলা বৈশাখে বিএনপি দেশীয় সংস্কৃতির পরিবর্তে বিদেশী সংস্কৃতি চর্চা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ অন্য যেকোন উৎসবকে ছাড়িয়ে গেছে বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।
বাংলারিপোর্ট ডটকম/এমএমএইচ